> > ‘‘দাউদ ও সুলায়মান যখন ক্ষেতের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছিলেন, যেটিতে রাতে অন্য লোকের ছাগলগুলো ঢুকে পড়েছিল। আমি তাদের সিদ্ধান্ত দেখছিলাম। আমি সুলায়মানকে সঠিক সমাধানটি বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি উভয়কেই প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছিলাম। এবং আমি দাউদের সাথে পর্বত ও পাখিদেরকে (তাঁর প্রশংসা) করতে বাধ্য করেছিলাম; এ কাজ আমিই করেছিলাম।’’ ٨ - باب قوله: {وداوود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين (٧٨) ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داوود الجبال يسبحن والطير وكنا فاعلين (٧٩)}

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন