> > ‘‘তারা উভয়ে তা খেল এবং তখন তাদের লজ্জাস্থান প্রকাশ পেল। এরপর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করলো। এবং আদম তার প্রভুর আদেশ অমান্য করলো, ফলে সে পথভ্রষ্ট হলো।’’ ١١ - باب قوله: {فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى (١٢١)}