> > ‘‘এবং আমরা মূসাকে অহি করেছি, ‘আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় সমুদ্রের মাঝে একটি শুকনো পথ তৈরি করো; তুমি ধরা পড়ার ভয় করবে না এবং কোনো চিন্তাও করবে না।’ ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিয়েছিল, কিন্তু সমুদ্রের জল তাদের উপর দিয়ে গিয়ে ঢেকে দেয়। এবং ফিরআউন তার জাতিকে বিভ্রান্ত করেছিল এবং সঠিক পথে পরিচালিত করতে পারেনি।’’ ٨ - باب قوله: {ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى (٧٧) فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم (٧٨) وأضل فرعون قومه وما هدى (٧٩)}