> > ‘‘তোমার রব আদেশ করেছেন যে, তোমরা একমাত্র তাঁর ইবাদত করবে এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। তাদের মধ্যে কেউ তোমার কাছে বার্ধক্যে পৌঁছালে, তাদের প্রতি ‘উফ’ বলো না, তাদের ধমক দিও না এবং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। আর দয়ার সঙ্গে তাদের সামনে নম্রতার ডানা বিছিয়ে দাও এবং বলো, ‘হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।’ ’’ ٥ - باب قوله: {وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما (٢٣) واخفض لهما جناح الذل من الرحمة وقل رب