> > ‘‘প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, ‘তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো।’ তাদের মধ্যে কেউ আল্লাহর দ্বারা সঠিক পথে পরিচালিত হয়েছে, আবার কেউ তার জন্য ভ্রষ্টতার বিধান প্রযোজ্য হয়েছে। অতএব, পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যাবাদীদের পরিণাম কেমন হয়েছিল।’’ ٢ - باب قوله: {ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين (٣٦)}