> > ‘‘তারা বলল, ‘যদি সে চুরি করে থাকে, তবে এর আগে তার এক ভাইও চুরি করেছিল।’ ইউসুফ তার মনে এটি গোপন করলেন এবং প্রকাশ করলেন না। তিনি মনে মনে বললেন, ‘তোমরাই খারাপ অবস্থানে আছো, এবং আল্লাহ তোমাদের যা বলছো তা ভালোভাবে জানেন।’’ ١٢ - باب قوله: {قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون (٧٧)}