> > ‘‘রাজা বললেন, ‘তাকে আমার কাছে নিয়ে এসো।’ যখন দূত তাঁর কাছে এলো, তিনি বললেন, ‘তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং জিজ্ঞাসা করো, সেই নারীরা কী করেছিল যারা তাদের হাত কেটেছিল। নিশ্চয়ই, আমার রব তাদের কৌশল সম্পর্কে অবগত।’ রাজা জিজ্ঞাসা করলেন, ‘তোমরা যখন ইউসুফকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রলুব্ধ করেছিলে, তখন কী ঘটেছিল?’ তারা বলল, ‘আল্লাহকে পবিত্র ঘোষণা করছি, আমরা তার মধ্যে কোনো মন্দ পাইনি।’’ ١٠ - باب قوله: {وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم (٥٠) قال ما خطبكن إذ راودتن يوسف عن نفسه قلن حاش لله ما علمنا

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন