> > ‘‘আর আমরা বনী ইসরাঈলকে সমুদ্র পার করালাম, এরপর ফিরাউন ও তার সৈন্যরা জুলুম ও শত্রুতার কারণে তাদের পিছনে তাড়া করলো। যখন সে (ফিরাউন) ডুবতে শুরু করলো তখন বলল, ‘আমি বিশ্বাস করলাম যে বনী ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, তিনিই একমাত্র উপাস্য এবং আমি তাঁর আজ্ঞাবহদের অন্তর্ভুক্ত।’ (আল্লাহ বললেন), ‘এখন? অথচ পূর্বে তুমি অবাধ্য ছিলে এবং অনিষ্টকারীদের অন্তর্ভুক্ত ছিলে।’’ ١٣ - باب قوله: {وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين (٩٠) آلآن وقد عصيت قبل وكنت من

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন