> > ‘‘তারা তাদের পাদ্রী ও সন্ন্যাসীদের এবং মারইয়ামের পুত্র মসীহকে আল্লাহ ছাড়া উপাস্যরূপে গ্রহণ করেছে, অথচ তাদের নির্দেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে। তিনি পূত-পবিত্র এবং তারা যে শিরক করছে তা থেকে উর্ধ্বতন।’’ ١٠ - باب قوله: {اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون (٣١)}