> > ‘‘হে নবী! যারা তোমাদের হাতে বন্দী রয়েছে তাদের বলুন, ‘যদি আল্লাহ তোমাদের হৃদয়ে মঙ্গল দেখতে পান, তাহলে তিনি তোমাদের যা কিছু থেকে নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম কিছু দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন।’’ ٣٣ - باب قوله: {ياأيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم (٧٠)}